এম এ বারি বৃত্তি প্রদান,প্রচেষ্টা মাল্টিমিডিয়া একাডেমির অভাবনীয় সাফল্য

স্বর্না রানী ধর,কাপাসিয়া প্রতিনিধি ঃ ০৩/১০/২৪ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় কেয়ার এডুকেশনস্ গাজীপুরের আয়োজনে কাপিসিয়া উপজেলায় এম এ বারী শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া কিন্ডারগার্টেন হলরুমে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মুছা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ার এডুকেশনের সভাপতি এস এম হাবিবুর রহমান, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া কিন্ডারগার্টেন এর ভাইস প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন শরীফ।
এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাঈল হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সারোয়ার, গাজীপুর কিন্ডারগার্ঠেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, গাজীপুর কিন্ডারগার্ঠেন এসোসিয়েশন এর শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচেষ্টা মাল্টিমিডিয়া একাডেমির পরিচালক মোঃ কামাল হোসেন আকন্দ ও শাহীন স্কুল কাপাসিয়া শাখার সিনিয়র শিক্ষক সুজন প্রমূখ।

এম এ বারি বৃত্তি প্রতিযোগিতায় প্রচেষ্টা মাল্টিমিডিয়া একাডেমির ৪৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন গ্রেডে ৪২জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ‍্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

2 thoughts on “এম এ বারি বৃত্তি প্রদান,প্রচেষ্টা মাল্টিমিডিয়া একাডেমির অভাবনীয় সাফল্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *